টাইগারদের মতো কম রান তাড়ায় ব্যর্থ যারা
নতুন সময় প্রতিবেদক
|
টি-টোয়েন্টিতে বাজে নজির গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে ১১৪ রানের মামুলি স্কোর তাড়া করেও জয় পায়নি টাইগাররা। সোমবার যুক্তরাষ্ট্রের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করে দক্ষিণ আফ্রিকা। টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। শেষ ১৮ বলে ২০ রান করতে গিয়ে ৩ উইকেট হারিয়ে ৪ রানে পরাজিত হয় টাইগাররা। এর আগে ২০২৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০২ রান তাড়া করেও জয় পায়নি নামিবিয়া। তার আগে ২০১০ সালে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৬ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে হেরে যায় জিম্বাবুয়ে। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১৪ রানের টার্গেট তাড়া করতে নেমে উইন্ডিজ হেরে যায়। সেই ম্যাচের মতো আজ ১১৪ রান তাড়া করতে নেমে হেরে গেল ক্যারিবীয়রা। ২০২৩ সালে শ্রীলংকার বিপক্ষে ১১৬ রান তাড়া করতে নেমে হেরে যায় দক্ষিণ আফ্রিকা।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |