যশোরের চৌগাছায় সোহাগ হোসেন (২৪) নামে যুবকের জিহ্বা কামড়ে ছিঁড়ে নিয়েছে তার স্ত্রী। সোমবার (১০ জুন) দুপুরের পর উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সোহাগ পাতিবিলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোহাগ হোসেনের পরিবারে পারিবারিক কলহ লেগেই থাকত। সোমবার তাদের নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরধরে এ ঘটনা ঘটে।
পাতিবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান লাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। পারিবারিক কলহে তার স্ত্রী সিমা খাতুন এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লুৎফুন্নেছা লতা বলেন, ‘সোহাগ হোসেন নামে এই ব্যক্তির জিহ্বা দাঁতের কামড়ে ছিঁড়ে আলাদা হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
চৌগাছা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জারফিন আক্তার বলেন এবিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।