রুমায় জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৬
মথি ত্রিপুরা, রুমা
|
![]() রুমায় জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৬ আহতরা হলেন-সাংনাইক্র পাড়া বাসিন্দা ক্যসাচিং মারমা (৩৭), মংপ্রু পাড়া বাসিন্দা বাচসিং মারমা (৩৫),মাথুই মারমা(৪৮),নুমে মারমা(৩০), অংক্যচিং মারমা (৩৪) ও পলিপ্রাংসা বাসিন্দা মাঙ ওয়াই ম্রো(২৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে রুমা বাজার থেকে যাত্রী নিয়ে জীপ গাড়িটি মংপ্রু পাড়া দিকে যাচ্ছিল। গাড়িটি পলিপ্রাংসা সড়কে লাইরুম্পি এলাকায় পৌঁছালে জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় আহত হয় যাত্রীবাহী ৬ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শৈমং মারমা জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ৬ জনের মধ্যে দুইজন গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা নেয়া হচ্ছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |