ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৫ মাঘ ১৪৩১
শ্রীবরদীতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ করে লাভবান জালাল মিয়া
মোঃ খোকন মিয়া,শেরপুর
প্রকাশ: Monday, 10 June, 2024, 5:57 PM

শ্রীবরদীতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ করে লাভবান জালাল মিয়া

শ্রীবরদীতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ করে লাভবান জালাল মিয়া

এবার পরীক্ষামূলকভাবে আঙ্গুরের চাষ করেছেন দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরের শ্রীবরদী উপজেলার পাহাড়ি এলাকা মেঘাদল গ্রামের বাসিন্দা জালাল মিয়া।

কৃষক জালাল মিয়া জানান, ভারতে ঘুরতে গিয়ে শখের বসে প্রথমে দুই জাতের গড়ে ১২শ টাকা দরে ১০টি আঙ্গুর ফলের চারা নিয়ে আসেন। এরপর আরো দুই ধাপে ৪০টি জাতের ৮০টি চারা নিয়ে নিজের ১৫শতাংশ জমিতে রোপন করেন। এতে সব কিছু মিলিয়ে তার খরচ হয় এক লাখ ২০হাজার টাকা। এরপর বাগানে আসতে থাকে সুমিষ্ট ফল। 

যে পরিমান ফলন হয়েছে, তাতে বাগান থেকেই সব খরচ উঠে লাভ হবে দুই লাখ টাকার উপরে। এছাড়া নিজেই এখন উৎপাদন শুরু করেছেন আঙ্গুরের চারা।

জালাল মিয়ার আঙ্গুরের বাগান দেখে অনেক কৃষকই আগ্রহী হচ্ছেন। কেউবা আবার তার কাছ থেকে চারা সংগ্রহ করে ইতোমধ্যে চাষ করছেন, বুনছেন স্বপ্নও।আঙ্গুর ফল ছড়িয়ে পড়লে দেশের আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলছেন স্থানীয় যুবকেরা।

এ ধরণের চাষে কৃষকদের উৎসাহ ও সব ধরণের সহযোগিতা করবে বলে কথা জানান শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার কৃষি অফিসার হুমায়ুন দিলদার।

উল্লেখ্য যে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে চারা লাগানোর ১০ মাস পর বাগানে আসে ফল। সফলতার হাতছানি পাওয়ায় নতুন করে বৃহৎ পরিসরে বাগান করার উদ্যোগ নিচ্ছেন জালাল মিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status