কুড়িগ্রামে ১৯০ পিস ইয়াবা মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে ১৮ জন গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 10 June, 2024, 5:31 PM
কুড়িগ্রামে ১৯০ পিস ইয়াবা মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে ১৮ জন গ্রেফতার
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, কুড়িগ্রাম ধরলা নদীর চেকপোস্টে গতকাল ০৯জুন দুপুরের দিকে কচাকাটা ঝাউকুটি নারায়ণপুর গ্রামের মাদক কারবারি মোঃ নূর ইসলাম (৩০) কে একটি সিএনজিতে যাত্রী বেশে ১৯০ পিস ইয়াবা পরিবহনের সময় হাতেনাতে গ্রেফতারসহ গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে আরও অন্য ১৭ জনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে জেলার বিভিন্ন থানার পুলিশ।
অন্য অপরাধীদের মধ্যে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম থানায়-০২জন, নাগেশ্বরী থানায় -০২ জন, সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর থানায় -০১জন, রৌমারী থানায়-০২ জন, নিয়মিত মামলায় কুড়িগ্রাম থানায় -০১জন, রাজারহাট থানায় -০১জন, উলিপুর থানায় -০৩ জন, ভূরুঙ্গামারী থানায় -০৪ জন, ৩৪ ধারায় কুড়িগ্রাম সদর থানায় - ০১ জন মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করে পুলিশ । কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অপরদিকে অন্য গ্রেফতারকৃত আসামিদের জেল আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলসহ নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে টিম কুড়িগ্রাম জেলা পুলিশ বদ্ধ পরিকর বলেও তিনি জানান।