পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরএলাকার প্রাণকেন্দ্র বিজয় চত্বরে "পঞ্চরস" স্পেশাল দই,সর্বপ্রকার মিষ্টি, মোজেরালা চিজ,পানির,ঘি ও দুগ্ধজাত পণ্যের প্রথম মানসম্মত প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় শোরুমটি উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: বাবুল হোসেন, দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোছা: সারাবনতহুরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: গিয়াসউদ্দিন চৌধুরী,পৌর আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন। সহ স্থানীয় দোকান মালিকগণসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পঞ্চরসের স্বত্বাধিকারী মো: মফিদুল ইসলাম মুকুল বলেন, "উদ্বোধনের দিনে খাবারের মান যেমন ছিলো প্রতিষ্ঠান যতদিন থাকবে খাবারের মান ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবো, আপনারা আমার প্রতিষ্ঠানে উৎপাদনকৃত খাদ্যের কোন সমস্যা হলে আপনারা আমাকে জানানোর চেষ্টা করবেন আমি সংশোধন করে আপনাদেরকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার চেষ্টা করবো।"