নেত্রকোণার সেই বাড়িতে পুলিশের বিশেষ ইউনিটের অভিযান শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 9 June, 2024, 1:15 PM
নেত্রকোণার সেই বাড়িতে পুলিশের বিশেষ ইউনিটের অভিযান শুরু
জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করা বাড়িটিতে আবারও অভিযান শুরু করেছে পুলিশের বিশেষায়িত টিম কাউন্টার টেরোরিজম ইউনিট। নেত্রকোণায় সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়ার এই বাড়িটি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপকের।
আজ রোববার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে যাওয়া পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের ১৫ সদস্যের একটি দল ঘটনাস্থলে প্রবেশ করে। নেত্রকোণা পুলিশ সুপার (এসপি) ফয়েজ আহমেদ বলেন, গতকাল থেকেই ডুয়েটের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মান্নানের বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সেটিতে অভিযান চলমান। ঢাকা থেকে বাড়ির মালিককে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, বিস্ফোরক দ্রব্যসহ অনেক কিছুর সন্ধান পাওয়া গেছে। এই আস্তানায় প্রশিক্ষণ দেয়া হতো বলেও তিনি নিশ্চিত করেছেন। তবে কি কি পাওয়া গেছে তা অভিযান শেষে বলা যাবে। এদিকে এ ঘটনায় জেলা শহরের আরও বেশ কিছু এলাকায় অভিযান চলছে বলেও জানা গেছে। এর আগে গতকাল ফয়েজ আহমেদ জানান, যে ঘরটিতে অভিযান চালানো হয়, সেটি সাউন্ড প্রুফ ছিল। দেখেই বোঝা যায় যে, এখানে জঙ্গিদের প্রশিক্ষণ করানো হতো। অভিযান চালিয়ে একটি একে ৪৭ সদৃশ্য রাইফেল, বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড তাজা গুলি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপ, জিহাদি বই ও ওয়াকিটকিসহ বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে বাড়ি থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।