কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে বজ্রপাতে নুরুল হুদা (৩৭) নামের এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত নুরুল হুদা ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম নাপিত খালী এলাকার মৃত ছিদ্দিক আহমেদের ছেলে।
৮ জুন (শনিবার) বেলা ১২ টা ৩০ মিনিটের সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে মধ্যম নাপিত খালী রেললাইনের পাশে।
স্থানীয়রা জানান, নিহত নুরুল হুদা প্রতিদিনের মতো আজও লবণ মিলের ট্রাকে লবণ লোড করতে বের হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ি লোড করা হচ্ছিল, সময় ক্ষেপণ হচ্ছে দেখে বাসায় ফিরে আসে। আসার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে আহত হয় নুরুল হুদা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।