সাতকানিয়া ব্লাড ব্যাংকে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রমজান আলী,সাতকানিয়া
|
![]() সাতকানিয়া ব্লাড ব্যাংকে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এ সময় বক্তারা বলেন, এই সাত বছরের মধ্যে আমরা অনেক পুরোনো বন্ধু হারিয়েছি, আবার নতুন অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে। রক্তদান ছাড়াও অনেক সামাজিক কাজে সাতকানিয়া ব্লাড ব্যাংক অংশ গ্রহন করেছে। সাতকানিয়া ব্লাড ব্যাংকের সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাড়িয়েছে। মানুষের শরীর ছাড়া অন্য কোথাও থেকে রক্ত সংগ্রহ করা যায় না তাই কোন মানুষ এগিয়ে না এলে আমরা নিরুপায় হয়ে যায়। তাই সবাইকে এগিয়ে আসতে হবে। সাতকানিয়া ব্লাড ব্যাংকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল রক্তদাতা, সকল সদস্য, পরিচালনা কমিটির সদস্য সহ যারা আমাদের অনুপ্রেরণা দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো। অনুষ্ঠানের শেষে সর্বোচ্চ রক্তদাতাদের কে সম্মাননা তুলে দেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |