কুড়িগ্রাম রাজারহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩ জণকে কুপিয়ে আহত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 8 June, 2024, 5:45 PM
কুড়িগ্রাম রাজারহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩ জণকে কুপিয়ে আহত
কুড়িগ্রাম রাজারহাটে গতকাল ০৬ জুন রাত সাড়ে ০৮ টার দিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩ জন সমর্থনকে কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব বাজারে।
উল্লেখ্য যে, গত ২১মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়।
জানা যায়, নির্বাচনের ১৭ দিন পর কাপ পিরিচ প্রতীকের পরাজিত প্রার্থীর সমর্থক একদল সন্ত্রাসী বাহিনীর হামলায় বিজয়ী মোটর সাইকেল প্রীতিকের ৩জন সমর্থককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে। আহতরা হলেন মো. মশিউর রহমান, মোঃ জাহেরুল ইসলাম, ও মোঃ নুর ইসলাম। এদের মধ্য মশিউর রহমানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলার সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় অনেকে জানিয়েছেন, নির্বাচন পরবর্তী এধরনের সন্ত্রাসী কর্মকান্ড রাজারহাটের স্বাভাবিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে উস্কে দেয়া হয়েছে।
যেকোন মুহুর্তে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশংকা রয়েছে। এজন্য এই মুহুর্তে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান তারা। সর্বশেষ তথ্যে জানা যায়, রাজারহাট থানার পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য উপজেলার সর্বত্র হানা দিয়েছে। পুলিশ জানায়, সন্ত্রাসীরা ঘটনা ঘটানোর পরপরেই গাঢাকা দিয়েছে।