মালয়েশিয়ার পেরাক রাজ্যে বাংলাদেশিসহ আটক ২৯ অভিবাসী
আহমাদুল কবির, মালয়েশিয়া
|
![]() মালয়েশিয়ার পেরাক রাজ্যে বাংলাদেশিসহ আটক ২৯ অভিবাসী শুক্রবার (৭ জুন) পেরাক ইমিগ্রেশনের পরিচালক, মেওর হিজবুল্লাহ মেওর আবদ মালিক এক বিবৃতিতে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৬ জন কর্মকর্তার অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ১৬ ঘণ্টার অভিযানে ১০০ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা শেষে ২৯ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, অভিবাসন আইন, ৬(১)(সি) ধারা, যা বৈধ পাস ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং ধারা ১৫(১)(সি) যা, বৈধ পাসের মেয়াদ শেষ হওয়ার পর মালয়েশিয়ায় অবস্থান এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯ (বি) এর অধীনে শর্ত লঙ্ঘন করায় বিদেশীদের আটক করা হয়। আটকদের মধ্যে ১২ বাংলাদেশি, ৮ ইন্দোনেশিয়ান, ৯ মিয়ানমারের নাগরিক রয়েছেন। এছাড়া, আটক স্থানীয় এক ব্যক্তিকে ধারা ৫৬ (১) (ডি) অনুযায়ী অবৈধ বিদেশিদের আশ্রয় দেয়ার অপরাধে অভিযুক্ত করা হয়েছে। যেকোনো নিয়োগকর্তা বা ব্যক্তি যদি অবৈধ অভিবাসীকে ব্যবসায়িক প্রাঙ্গণে নিয়োগ করে অথবা সুরক্ষা দেয় তাহলে ওইসব নিয়োগকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অভিবাসন বিভাগের পরিচালক।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |