টাইগারদের জয়ে যা বললেন তামিম
নতুন সময় প্রতিবেদক
|
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নাস্তানাবুধ হয়েছে বাংলাদেশ দল। অনেকদিন ধরেই ব্যর্থ হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার। সব কিছু মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে থেকেই বাংলাদেশ দল নিয়ে হতাশ ছিল সমর্থকরা। সমালোচনা ছিল সব জায়গায়। শনিবার (৮ জুন) ডালাসে রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুস্তাফিজ। ম্যাচ শেষে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুস্তাফিজের প্রশংসা করে তামিম বলেন, ‘মুস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে। ’ অনুষ্ঠানে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক দ্বন্দ্ব নিয়েও কথা বলেন তামিম। ‘সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বেশ কিছু ঘটনা ঘটেছে। নাগিন ডান্স দিয়ে শুরু, এরপর টাইমড আউট। তবে এই জয়ে খুব খুশি।’ বিশ্বকাপের আগে দলের টানা ব্যর্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় সমালোচনায় জর্জরিত ছিল শান্ত বাহিনী। তামিম মনে করেন, এ জয়টা ক্রিকেটারদের মানসিকভাবে স্থির হতে সাহায্য করবে। সাবেক এই ওপেনার বলেন, ‘জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে।’ |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |