কঙ্গনাকে চড় মারা সেই কনস্টেবলকে চাকরি দিতে চান গায়ক বিশাল
নতুন সময় ডেস্ক
|
![]() কঙ্গনাকে চড় মারা সেই কনস্টেবলকে চাকরি দিতে চান গায়ক বিশাল ভারতীয় সংবাদমাধ্যম ইকনোমিক টাইমস জানিয়েছে, কুলবিন্দর কৌরের পাশে দাঁড়াতে চেয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন বিশাল দাদলানি। তিনি লেখেন, আমি কোনো ধরনের সহিংসতা সমর্থন করি না। তবে আমি ওই সিআইএসএফ সদস্যের রাগের কারণ বুঝি। যদি সিআইএসএফ তাঁর (কুলবিন্দর) বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাহলে আমি এটা নিশ্চিত করতে পারি যে তাঁর চাকরির ব্যবস্থা করা হবে। অবশ্য তিনি যদি সেটা নিতে চান। গত বৃহস্পতিবার দুপুরে চণ্ডীগড় বিমানবন্দরে প্রকাশ্যে বলিউড অভিনেত্রী ও বিজেপির সাংসদ কঙ্গনা রনৌতকে চড় মারেন কুলবিন্দর কৌর নামের নিরাপত্তারক্ষী। এ ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কনস্টেবল কুলবিন্দর কৌরকে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেন, ‘একটি তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। দুর্ভাগ্যজনকভাবে একজন নিরাপত্তাকর্মী এই ধরণের কাণ্ড ঘটিয়েছেন। যা হয়েছে ভুল হয়েছে।’ ভারতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসনে বিজেপি থেকে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কঙ্গনা। অভিযুক্ত কুলবিন্দর পুলিশকে জানান, কঙ্গনা রনৌতের একটি পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তাঁর দীর্ঘদিনের ক্ষোভ ছিল। তিনি বলেন, ‘উনি (কঙ্গনা) একটা বিবৃতি দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, কৃষকেরা ১০০ রুপির লোভে আন্দোলনে বসেছে। তিনি কি নিজে গিয়ে সেখানে বসবেন? আমার মা সেখানে ছিলেন। কৃষকদের সঙ্গে তিনি আন্দোলনে সামিল হন।’ ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) সদস্য কুলবিন্দর একজন কৃষক পরিবারের মেয়ে। তাঁর ভাই শের সিংও একজন কৃষকনেতা। তিনি কিষান মজদুর সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |