ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
এ কেমন সাজে বরের গাড়ি!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 8 June, 2024, 11:59 AM

এ কেমন সাজে বরের গাড়ি!

এ কেমন সাজে বরের গাড়ি!

ফুল আর লতাপাতা দিয়ে নয়, এবার বরের গাড়ি সাজানো হল মৌসুমি ফল দিয়ে। মৌসুমি ফল লিচু, আনারস আর আম দিয়ে সাজানো হলো বরের গাড়ি। এমন সাজের গাড়িতে চড়ে বউ আনতে শ্বশুরবাড়ি গেলেন বর। শুক্রবার (৭ জুন) এমন ব্যতিক্রমী বিয়ের গাড়ি সাজানো হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে। বরের প্রাইভেটকারের সাজ দেখতে ভিড় জমান লোকজন। বর মোহাম্মদ মামুন নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ তালুকদার বাড়ির মৃত ফোরকান আহমদের ছেলে।

বর মোহাম্মদ মামুন বলেন, বড় ভাইয়ের ইচ্ছায় আমার বিয়ের গাড়িটি ফুলের পরিবর্তে মৌসুমি ফল দিয়ে সাজানো হল। গাড়িটি দেখতে মানুষের উৎসাহ দেখে আমার ভালো লেগেছে।

মামুনের বড় ভাই মোহাম্মদ তসলিম বলেন, ছোট ভাইয়ের বিয়ের গাড়ি ভিন্ন সাজে সাজানোর ইচ্ছে ছিল। ভেবে দেখলাম ফল দিয়ে সাজানোটাই হবে ভিন্নতা। ভিন্ন সাজের গাড়িটি দেখে মানুষ আনন্দ পেয়েছে। আমারও ভালো লেগেছে।

এদিকে, গাড়িটি সাজিয়েছে নাজিরহাট দরবার রোডের নুরকলি ইভেন্ট নামে একটি প্রতিষ্ঠান। নুরকলি ইভেন্ট’র মালিক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বরের গাড়ি মানেই ফুলের সমাহার, এমন নিয়মেই সাজানো হয়ে থাকে। তবে আমি সব সময় দেখে আসছি, বরের গাড়ি দেখলে ছোট ছেলেমেয়েরা ছুটে এসে ফুল ছিঁড়ে ফেলে। তাদের খুশি রাখার জন্য আগে বিভিন্ন খাবারের প্যাকেট দিয়ে বরের গাড়ি সাজিয়ে ছিলাম। ওই গাড়ি দেখে ফুল ছিঁড়তে আসা ছেলেমেয়েরা খুশি হয়েছিল। এবার বরের গাড়ি সাজিয়েছি ফল দিয়ে। ব্যতিক্রমী এই আইডিয়া বরের পরিবার থেকে দেওয়া হয়েছিল আমাদের।

তিনি বলেন, বরের এই গাড়িতে ৫০০টি লিচু ব্যবহার করা হয়েছে। প্রতিটি লিচু ছয় টাকা করে কেনা। এছাড়া তিনটি আনারস ছিল গাড়ির সামনে পেছনে এবং মাঝখানে। ছিল কিছু আম। গাড়ির সৌন্দর্য বাড়াতে কিছু আর্টিফিশিয়াল লতা-পাতা ব্যবহার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status