শঙ্কা উড়িয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
চাপের বোঝা সরিয়ে, শঙ্কা উড়িয়ে জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া প্রথম জয়ে সুগম হলো সুপার এইটে ওঠার পথও।
নতুন সময় ডেস্ক
|
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে গড়পড়তা পারফরম্যান্সের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে নাজেহাল অবস্থা। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে সমালোচনার শেষ ছিল না। এমন একটা আবহ তৈরি হয়, যেন বাংলাদেশকে নিয়ে ভালো কিছু আশা করাটা দুঃসাহসিক কিছু। সব মিলিয়ে চাপের বোঝা মাথায় নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামতে হয়েছিল শান্ত-সাকিবদের। এই লড়াইয়ে অবশ্য বল হাতে অন্য বাংলাদেশের দেখা মিললো। যদিও লঙ্কানদের অল্প রানে আটকে জয়ের পথে থেকেও হারের শঙ্কায় পড়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত চাপের বোঝা সরিয়ে, শঙ্কা উড়িয়ে জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো নাজমুল হোসেন শান্তর দল। শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে 'ডি' গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়, আগের দুই সাক্ষাতে হেরেছিল তারা। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ ম্যাচে এটা বাংলাদেশের ষষ্ঠ জয়। এই জয়ে সুপার এইটে ওঠার পথ সুগম হলো বাংলাদেশ। শ্রীলঙ্কা দুই ম্যাচেই হারলো, পরের দুই ম্যাচে জিতলেও তাদের পথ কঠিনই থাকবে। বাংলাদেশ পরের তিন ম্যাচে দুটিতে জিতলে চলে যাবে সুপার এইটে। তাদের পরের তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা:২০ ওভারে ১২৪/৯ (নিসাঙ্কা ৪৭, কুসাল ১০, কামিন্দু ৪, ধানাঞ্জয়া ২১, আসালাঙ্কা ১৯, হাসারাঙ্গা ০, ম্যাথিউস ১৬, শানাকা ৩, থিকশানা ০, পাথিরানা ০*, থুশারা ০*; তানজিম ৪-০-২৪-১, সাকিব ৩-০-৩০-০, তাসকিন ৪-০-২৫-২, মুস্তাফিজ ৪-০-১৭-৩, রিশাদ ৪-০-২২-৩, মাহমুদউল্লাহ ১-০-৪-০) বাংলাদেশ:১৯ ওভারে ১২৫/৮ (তানজিদ ৩, সৌম্য ০, লিটন ৩৬, শান্ত ৭, হৃদয় ৪০, সাকিব ৮, মাহমুদউল্লাহ ১৬*, রিশাদ ১, তাসকিন ০, তানজিম ১*; ধানাঞ্জয়া ***, থুশারা ৪-০-১৮-৪, থিকশানা ৪-০-২৫-০ হাসারাঙ্গা ৪-০-৩২-২, পাথিরানা ৪-০-২৭-১, শানাকা ১-০-১১-০) ফল:বাংলাদেশ ২ উইকেটে জয়ী ম্যান অব দা ম্যাচ:রিশাদ হোসেন |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |