কুড়িগ্রামের নারায়নপুরে বাল্যবিবাহ বন্ধে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 6 June, 2024, 10:25 PM
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরে বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ সরকার কলেজ মাঠে গতকাল ৫ জুন বুধবার বেলা ১২ টায় কিশোরীদের বাল্যবিবাহ বন্ধে শীর্ষক সেমিনার ও ফুটবল টুনাম্যান্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতির সহযোগিতায় নারায়ণপুর ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে উক্ত সেমিনার অনুষ্ঠানে বাল্য বিবাহের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম রুবেল, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান , নারায়নপুর ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আনোয়ার হোসেন সরকার, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল মোল্লা, নারায়নপুর ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শাহ আলম, মহিদেব যুব সমাজ কল্যান সমিতির সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর গোবিন্দ মালাকর, ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ খয়বর আলী, ৬নং ওয়ার্ড সদস্য, মোঃ সাইফুর রহমান, ৭নং ওয়ার্ড সদস্য কবিরুল ইসলাম ৮নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুর রহিম মোল্লাসহ প্রমূখ। সেমিনার শেষে স্থানীয় কিশোরীদের মাঝে ফুটবল টুর্নামেন্ট, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।