ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১
পাথরঘাটায় বাড়ি ফেরার পথে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
ইব্রাহীম খলীল,পাথরঘাটা
প্রকাশ: Thursday, 6 June, 2024, 9:03 PM

পাথরঘাটায় বাড়ি ফেরার পথে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

পাথরঘাটায় বাড়ি ফেরার পথে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে হিটস্ট্রোক করে জাহাঙ্গীর পহলান (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে কাকচিড়া বাজারের মোফাজ্জল হোসেন হসপিটাল সাবেক এলাহী জেনারেল হাসপাতালে ব্যবসায়ী মৃত্যু বরণ করেন।
জাহাঙ্গীর পহলান রায়হানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত আবেদ পহলানের ছেলে। তিনি কাকচিড়া বাজারে তরকারির ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী কাকচিড়া বাজারের কাপড়ের ব্যবসায়ী আতিকুল ইসলাম নাঈম জানান, প্রতিদিনের মত বেচা-কেনা শেষে বাড়িতে যাওয়ার সময় বাজারের মধ্যবর্তী স্থানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায়, তাৎক্ষণিক স্থানীয়রা মিলে কাকচিড়া বাজারের একটি বেসরকারি হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মাত্র ১০ থেকে ১২ মিনিটের মধ্যে তার অবস্থা অন্য রকম ধারণ করে, পরে হসপিটালের আবাসিক চিকিৎসক ডা. আমির হামজা চেকআপ শেষে তাকে হিটস্ট্রোকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর খবর শোনামাত্রই পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে মাইক প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী শওকত হাসান রমিম ও হাঁস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা আহাম্মেদ মণি হসপিটালে পৌছে শোকাহত পরিবারকে সান্তনা প্রদান করেন। পরে পরিবারের সম্মতিতে মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার পরিবারে সুমন ও সুমি নামের দুই সন্তান ও এক স্ত্রীকে রেখে যান।

খবর পেয়ে রায়হানপুর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনজুরুল আলম তার বাড়িতে পৌঁছায় এবং দাফন-কাফন ও বিভিন্ন দিক নির্দেশনাসহ তার পরিবারের সাথে আলোচনা শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় জানাযার সময় নির্ধারণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status