বৃহস্পতিবার (৬ জুন ) বিকালে বৃক্ষ বিতরণ কর্মসূচীতে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) ফিরোজ উদ্দিন, এসআই জিন্নাহ সহ থানার বিভিন্ন অফিসার ও পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
বৃক্ষের চারা বিতরণ শেষে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফিরোজ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে জেলা পুলিশ সুপার কামরুজ্জামান (বিপিএম) স্যারের দিক নির্দেশনায় মাদারগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার ৩৫ টি সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫২৫ টি ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, বৃক্ষ নেই, প্রাণের অস্তিত্ব নেই, বৃক্ষহীন পৃথিবী যেন প্রাণহীন মহাশ্মশান।” অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। এই পৃথিবীকে সবুজে শ্যামলে ভরে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। যার জন্য থানার সমস্ত পুলিশ কর্মীদের সহযোগিতায় সুস্থ সমাজ ও পরিবেশ গঠনের উদ্যোগ নিয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সামিল হয়েছি।