ড্যাফোডিলে টেকসই সমাধানের মাধ্যমে শক্তি সংকট মোকাবেলা করণ" শীর্ষক সেমিনার
নতুন সময় প্রতিবেদক
|
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি উপদেষ্টা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এম. শামসুল আলম। সেমিনারে সভাপতিত্ব করেন ব্যবসা ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো. মাসুম ইকবাল। সেমিনারে আরও বক্তব্য রাখেন কোর্স টিচার প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান ও টিচিং এসিস্টেন্ট মোঃ তাহমিদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম. শামসুল আলম বলেন, জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় উৎসকে গুরুত্ব দিতে হবে, নবায়নযোগ্য উৎস বা দেশীয় উৎস ব্যবহারকে উৎসাহিত করতে হবে। ভবিশ্যতে জা¦ালানী সংকট মোকাবেলায় অধিক পরিমানে সোলার প্ল্যান্ট নির্মানের উপর জোড় দিতে হবে এবং প্রত্যেকটি বিশববিদ্যালয়ের রুফটপ ব্যবহার করে পর্যাপ্ত পরিমান বিদ্যৎ উৎপাদন করা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি ফাইন্যানসিয়াল অডিটের পাশাপাশি এনার্জি অডিটের মাধ্যমে বিদ্যুতের অপচয়, দূর্নিীতি রোধের মাধ্যমে ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানান।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |