ড্যাফোডিল ও ইসলামী’র মধ্যে একাডেমিক ফি প্রদান বিষয়ে সমঝোতা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিল ও ইসলামী’র মধ্যে একাডেমিক ফি প্রদান বিষয়ে সমঝোতা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (অর্থ ও হিসাব) মমিনুল হক মজুমদার ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এর সাভার শাখার ব্যবস্থাপক এ বি এম আলী হায়দার স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ- উপাচার্য প্রফেসর ডঃ এসএম মাহাবুবুল হক মজুমদার, রেজিষ্ট্রার ড. নাদির বিন আলী, ও স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন, সিনিয়র এক্সিকিইটিভ ভাইস প্রেসিডেন্ট (হেড অব উয়িং ডেভেলাপমেন্ট) মোঃ মাকসুদুর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বশির আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে এখন থেকে ড্যাফোডিল ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন একাডেমিক ফি সমূহ নির্ধারিত ক্যাশ ডিপোজিট স্লিপ এর মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র যে কোন শাখা থেকে সরাসরি প্রদান করতে পারবে এবং ইন্টারনেট ব্যাংকিং cell fine App এর মাধ্যমে ঘওে বসেই একাডেমিক ফি জমা দিতে পারবে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |