হবিগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ
নতুন সময় প্রতিবেদক
|
![]() হবিগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ফোর লেনে কাজ করার সময় দুর্ঘটনায় গ্যাস লাইনের পাইপ ছিদ্র হয়ে যায়। এতে মাধবপুর উপজেলার সব শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় ম্যাটাডোর কোম্পানির কাছে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে চলমান ফোর লেন প্রকল্পের নির্মাণাধীন ব্রিজের কাজে ভেকু ব্যবহারের সময় অসতর্কতাবসত গ্যাস লাইনের পাইপ ছিদ্র হয়ে যায়। এতে মাধবপুর উপজেলার সব শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে শিল্প কারখানার উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। জালালাবাদ গ্যাস শাহজিবাজারের ব্যবস্থাপক জুনাইদ আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, আমরা দুর্ঘটনাস্থলে কাজ করছি। আশা করি সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে পারব। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |