সেতুমন্ত্রীর কড়া নির্দেশের বাস্তবায়ন নেই, জানেন না পুলিশ-চালকরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() সেতুমন্ত্রীর কড়া নির্দেশের বাস্তবায়ন নেই, জানেন না পুলিশ-চালকরা মিরপুর-১০ নম্বর এলাকায় এই অটোরিকশার উল্টো পথে আসা দেখেই বুঝা যাচ্ছে কতটা উপক্ষিত মন্ত্রীর নির্দেশনা। কথা ছিল বুধবার (১৫ মে) থেকেই ঢাকার দুই সিটিতে ব্যাটারিচালিত রিকশা চলবে না। নির্দেশ ছিল বন্ধের। কিন্তু একদিন বাদেও বাস্তবতা পুরোপুরি ভিন্ন। রাজধানীর মিরপুর-১০ নম্বরের সড়কজুড়ে দেখা মিললো ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য। স্পষ্ট হলো, মন্ত্রীর কড়া নির্দেশ এখানে উপেক্ষিত। শুধু ১০ নম্বর না, অবৈধ অটোরিকশার অবাধ বিচরণ পুরো মিরপুর জুড়ে। পুরো এলাকা ঘুরেও চোখে পড়েনি অটোরিকশা বন্ধে কোনো বিশেষ অভিযানের। রাস্তায় ট্রাফিক সদস্যদেরও দেখা যায়নি কোনো নির্দেশনা পালনে। তাদের সামনে দিয়েই চলাচল করছে অবৈধ যানগুলো। যদিও ক্যামেরার সামনে সাধারণ দিনের মতোই কিছুটা তৎপরতা দেখান তারা। আর এসব রিকশার চালকরা অনেকেই বলছেন তাদের কানে পৌঁছায়নি এমন বার্তা। তাই তারা আগের মতোই চালাচ্ছেন অটোরিকশা। কেউ কেউ বলেছেন, পুলিশ, স্থানীয় নেতাদের মাসোহারা দিয়েই তারা রিকশা চালাচ্ছেন। এদিকে জরুরি সেবায় নিয়োজিত ছাড়া অন্য কোনো যানবাহন হুটার-সাইরেন ব্যবহার করতে পারবে না- এমন নির্দেশনাকে যেন দেখানো হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। কথিত ভিআইপি তো আছেই, ব্যক্তিগত গাড়িতেও দেখা মিললো হুটার-সাইরেনের। সেগুলো নিয়ন্ত্রণেও চোখে পড়েনি কোনো তৎপরতার। তাহলে সরকারের উচ্চমহল থেকে কী নির্দেশনা পেলেন ট্রাফিক পুলিশের সদস্যরা? এমন প্রশ্ন করতেই যেন মুখে কুলুপ, ঘুরিয়ে দিলেন সিনিয়র কর্মকর্তাদের দিকে। তবে জনবান্ধব এমন সিদ্ধান্ত দ্রুত কার্যকর দেখতে চায় সাধারণ মানুষ। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |