কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি
নতুন সময় ডেস্ক
|
পর্দা উঠেছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীরা উপস্থিত হয়েছেন। এতে গত কয়েকবারের মতো এবারও হাজির হয়েছেন বাংলাদেশি কন্যা ও সাবেক মিস আয়ারল্যান্ড মাকসুদা আখতার প্রিয়তি। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে টপ মডেলের অ্যাওয়ার্ড উঠেছিল তার হাতে। ইনটিগ্রিটি ম্যাগাজিন আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিশ্বের নানা প্রান্তের মডেলরা। তাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে সেরার অ্যাওয়ার্ড উঠে আসে প্রিয়তির হাতে। এবার তিনি সুন্দর একটি সময়ের যাত্রায় রয়েছেন। প্রিয়তি মা হতে চলেছেন। তবে কানে এসে নজর কেড়েছেন টপ মডেল প্রিয়তি। মা হওয়ার যাত্রায় প্রিয়তির অধ্যায়ে স্বাক্ষর হয়ে থাকল এবারের কান উৎসব। ‘আয়ারল্যান্ডের রিচার্ড হ্যারিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে এবারও কানে এসেছেন তিনি। লালগালিচায় হেঁটেছেন প্রিয়তি। জানা গেছে আগস্ট মাসেই নতুন অতিথি পৃথিবীর আলো দেখবে তার সন্তান। এরপরের আয়োজনগুলোতে তিনি হাজির হয়েছেন রিচার্ড হ্যারিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে। এই চলচ্চিত্র উৎসব আয়ারল্যান্ডের একটি সম্মানজনক উৎসব হিসেবে পরিচিত। ২০১৪ সালে মিস আয়ারল্যান্ড নির্বাচিত হয়ে চমকে দেন মাকসুদা আখতার প্রিয়তি। এরপর আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় তিনি হয়েছেন চ্যাম্পিয়ন। তিনি একই সঙ্গে মডেল, অভিনেত্রী ও পাইলট। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |