ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
সাতকানিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 May, 2024, 1:37 PM

সাতকানিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে

সাতকানিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে

স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে খাবার খাবো পুষ্টি গুণে' এই প্রতিপাদ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর সমাপ্তি উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল বুধবার (১৫ মে) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে. এম. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মনজুর মোর্শেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনজুমান আরা।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসকবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ ও অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে. এম. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য দেশের সর্বস্তরের মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করা। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে আগত মুসল্লিদের জুমার বয়ানে পুষ্টিবার্তা প্রদান করা হয়েছে। এ ছাড়াও লিল্লাহ বোর্ডিংয়ে পুষ্টিকর খাবারের আয়োজন করা হয়েছে।

পরে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রী ও পুষ্টিকর রান্না বিজয়ী মায়েদের পুরষ্কার বিতরণ করা হয়।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status