উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ২ নেতা বহিষ্কার
নুর-আমিন,খানসামা
প্রকাশ: Thursday, 16 May, 2024, 1:02 PM
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ২ নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অংশ নেওয়ায় দিনাজপুরের খানসামায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বুধবার (১৫ মে) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ মে অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিত তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
বহিষ্কৃতরা হলেন- উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক এ.টি.এম সুজাউদ্দীন লুহিন শাহ্ এবং একই পদের মো. মসউদ হোসেন চৌধুরী।
জানা গেছে, উড়োজাহাজ প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ. টি. এম সুজাউদ্দিন শাহ্ লুহিন। তিনি পর পর দুবার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ঋণখেলাপির দায়ে ভাইস চেয়ারম্যান পদে মো. মসউদ হোসেন চৌধুরীর প্রার্থীতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করেছেন তিনি।