সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা
নতুন সময় প্রতিনিধি
|
রাজশাহীর বাগমারায় সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ১৭ মে নির্বাচিত রোগীর মধ্যে বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজনের জন্য ফাউন্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায় দিনাজপুরে নিয়ে যাওয়া হবে। ১৮ তারিখ অপারেশন এবং ১৯ তারিখ অপারেশন শেষে রোগীদের বাগমারায় নিয়ে আসা হবে। সেই সাথে চোখে ছানিপড়া অন্য রোগীদের পর্যায়ক্রমে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে বলে জানাগেছে। বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, কাউন্সিলর হাচেন আলী, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের জিএম নাদিরুজ্জামান আলম, ব্যবস্থাপক সাজ্জাদুর হোসেন জুয়েল, ব্যবস্থাপক (হিসাব) সোহরাব হোসেন মাসুম, হিসাব সহকারী রেজাউল করিম প্রমুখ। উল্লেখ্য ২০০৬ সাল থেকে ইঞ্জিনিয়ার এনামুল হকের বাবা-মার নামে স্থাপিত প্রতিষ্ঠান সালেহা ইমারত ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করে আসছে। রোগীদের যাবতীয় খরচ সালেহা ইমারত ফাউন্ডেশন বহন করে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |