ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৭ অগ্রহায়ণ ১৪৩১
সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 May, 2024, 10:52 AM

সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা

সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা

রাজশাহীর বাগমারায় সালেহা-ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সালেহা-ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা বঞ্চিত রোগী সহ উপজেলার বিভিন্ন এলাকার হাজারো চক্ষু রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদানের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়ার কাজ করছেন।

প্রতি বছরের ন্যায় এবারও শিকদারীর সালেহা-ইমারত মেডিকেল সেন্টারে ৪ দিনের চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের মাধ্যমে ৬ শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা সহ বিনামূল্যে ঔষুধ দেয়া হয়েছে। এছাড়াও চোখে ছানিপড়া ১২০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।

সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা

সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা


দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের ডাঃ ডেভিড সরকার এর নেতৃত্বে ৮ সদস্য বিশেষজ্ঞ মেডিকেল টিম দ্বারা চক্ষু রোগীদের সু-চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।

১৭ মে নির্বাচিত রোগীর মধ্যে বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজনের জন্য ফাউন্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায় দিনাজপুরে নিয়ে যাওয়া হবে। ১৮ তারিখ অপারেশন এবং ১৯ তারিখ অপারেশন শেষে রোগীদের বাগমারায় নিয়ে আসা হবে। সেই সাথে চোখে ছানিপড়া অন্য রোগীদের পর্যায়ক্রমে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে বলে জানাগেছে।

বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, কাউন্সিলর হাচেন আলী, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের জিএম নাদিরুজ্জামান আলম, ব্যবস্থাপক সাজ্জাদুর হোসেন জুয়েল, ব্যবস্থাপক (হিসাব) সোহরাব হোসেন মাসুম, হিসাব সহকারী রেজাউল করিম প্রমুখ।

উল্লেখ্য ২০০৬ সাল থেকে  ইঞ্জিনিয়ার এনামুল হকের বাবা-মার নামে স্থাপিত প্রতিষ্ঠান সালেহা ইমারত ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করে আসছে। রোগীদের যাবতীয় খরচ সালেহা ইমারত ফাউন্ডেশন বহন করে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status