ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩ ফাল্গুন ১৪৩১
মা হারালেন জনপ্রিয় অভিনেত্রী তন্নী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 May, 2024, 5:22 PM

মা হারালেন জনপ্রিয় অভিনেত্রী তন্নী

মা হারালেন জনপ্রিয় অভিনেত্রী তন্নী

ভারতের কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তন্নী লাহা রায়। ধারাবাহিক নাটক মিঠাইয়ে অভিনয় করে ভক্তদের মন জায়গা করে নিয়েছেন। হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে তন্নী মায়ের হাত মৃত্যুর খবর জানালেন।

পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‌‌মা ও মা! এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের। বাইরে যাওয়ার সময় বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়াতে যতক্ষণ পর্যন্ত না আমি গাড়ির ভেতর যেতাম। সবাইকে নিজের হাতে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে দিতে। এই হাতেই বছরের পর বছর স্টেরয়েড, অ্যাসিড, স্যালাইন সব সহ্য করেছ। তুমি খুব কষ্ট পেয়েছ কিন্তু আমাদের দেখাও নি। নিজের ভাইকে ছোট বয়সে হারিয়েছ। মা তুমি বাবাকে চলে যেতে দেখেছ। এখন তাদের সঙ্গেই আছো নিশ্চয়ই?।

মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ তন্নী বলেন, তুমি দেখেছ আমার প্রথম নিশ্বাস, আমি দেখলাম তোমার শেষ নিশ্বাস। অক্সিজেন মাস্কের ভেতর থেকে জোরে আওয়াজ করে নিশ্বাস নেওয়ার একপর্যায়ে আওয়াজ কমে আসলো। কিন্তু নিশ্বাস তখনও চলছে। ভাবলাম এই তো এবার ফিরছ বোধহয়! কিন্তু, খেয়াল করলাম তোমার চোখের পাতা নড়ছে না।

তন্নী আরও লিখেছেন, ডাক্তার এসে বলল আর কিছুক্ষণ। আমি মায়ের হাত শক্ত করে ধরেছিলাম। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মাকে ডাকছিলাম। মায়ের বেডে আমার চোখের জল পড়তেই নিজেকে সামলে নিলাম। ধীরে ধীরে মা মৃত্যুর কোলে ঢলে পড়লো।

এ বিষয়ে অভিনেতা দেবলীনা কুমার, ধ্রুব জ্যোতি সরকার তন্নীর মায়ের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করেছেন। সেই সঙ্গে কঠিন পরিস্থিতিতে মনকে শক্ত করার কথা বলেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status