পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে দুদকের হানা
নতুন সময় প্রতিবেদক
|
![]() পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে দুদকের হানা সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাজে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ মে) দুদকের খুলনা অফিস থেকে এসব অভিযান চালানো হয়। জানা গেছে সাতক্ষীরা শহরের বীনেরপোতা এলাকায় ৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে সুইস গেট নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোং। স্থানীয়দের বলছে প্রয়োজন ছাড়াই সরকারি টাকা আত্মসাৎ করতে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পে যেসব সামগ্রী ব্যবহার করার কথা রয়েছে তা ঠিকমতো ব্যবহার করা হয়নি। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় শিট পাইল ব্যবহারে নানা অনিয়মের অভিযোগ পায় দুদক। অভিযোগের বিত্তিতে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা ও সরেজমিন পর্যবেক্ষণে ওই প্রকল্পে ১৪০টি শিট পাইল স্থাপন করার তথ্য পাওয়া যায়। পরে দ্বৈবচয়নের ভিত্তিতে দুটি শিট পাইল উত্তোলন করা হয়। পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে দুদকের হানা বিএনপি নেতার কাছে ‘বিক্রি’ আ.লীগ-জাপার তিন প্রার্থী তিনি বলেন সাতক্ষীরার এলজিইডির দুজন নিরপেক্ষ প্রকৌশলী দিয়ে পরিমাপ করে পাইলের দৈর্ঘ্য ছয় মিটারের স্থলে তিন মিটার অর্থাৎ স্পেসিফিকেশন হতে কম পাওয়া যায়। এ ছাড়া ঠিকাদারের প্রতিনিধি ও পাইল শ্রমিকদের বক্তব্য অনুসারে বাকি সব শিট পাইলের দৈর্ঘ্যও ছয় মিটারের স্থলে তিন মিটারের তথ্য পাওয়া যায়। অভিযানের সময় সংগৃহীত সব রেকর্ডপত্র যাচাই করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডে-২ এর নির্বাহী প্রকৌশলী আসিকুর রহমান বলেন নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে দুদুকের এনফোর্সমেন্ট টিম কাজের সাইটে অভিধান পরিচালনা করে। আমরা সবকিছু পরিষ্কার করে দেখব যেখানে সমস্যা মনে হবে সেখানে পুনরায় কাজ করবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |