ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ মার্চ ২০২৫ ৪ চৈত্র ১৪৩১
লিফট ছিঁড়ে নিহত ১ আটকা ১৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 15 May, 2024, 2:56 PM

লিফট ছিঁড়ে নিহত ১ আটকা ১৪

লিফট ছিঁড়ে নিহত ১ আটকা ১৪

ভারতের রাজস্থানের তামার খনিতে লিফট ছিঁড়ে একজন নিহত হয়েছেন। আটকা পড়েছিলেন ১৪ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার ১৪ মে রাতে রাজস্থানের ঝুনঝুন এলাকার হিন্দুস্থান কপার লিমিটেড কোলিহান খনিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ওই লিফটে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ১৪ জন পরিদর্শক ছিলেন।

জানা গেছে হিন্দুস্থান কপার লিমিটেডের প্রধান কার্যালয় কলকাতা থেকে পরিদর্শকরা সেখানে যান। তারা দীর্ঘদিনের পুরোনো লিফটটি ব্যবহার করে খনিতে প্রবেশ করেন।

ফেরার পথে লিফটি খনির ৫৭৭ মিটার নিচে থাকাবস্থায় হঠাৎ ছিঁড়ে পড়ে। এতে কর্মকর্তারা একে অন্যের ওপর আছড়ে পড়েন।

লিফট ছিঁড়ে নিহত ১ আটকা ১৪
আবারও চমক দেখিয়ে প্রযুক্তির এলিট ক্লাবে ঢুকল ইরান
ঘটনার পর খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়। ধাপে ধাপে আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে দুর্ঘটনার খবরে রাতেই স্থানীয় কেসিসি হাসপাতালের চিকিৎসকদের জরুরি ভিত্তিতে ডেকে আনা হয়। তাদের সেখানে সার্বক্ষণিক অবস্থানের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

গত সোমবার থেকে ওই খনিতে পর্যবেক্ষণের কাজ চলছিল। তারা কাজ শেষে খনি থেকে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিজেপি বিধায়ক ধর্মপাল গুজ্জার। তিনি বলেন আমি নির্বাচনী প্রচারের জন্য হরিয়ানা গেছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। দীর্ঘ চেষ্টার পর সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক্স-এ পোস্ট করেছেন। তিনি বলেন এ ব্যাপারে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন চিকিৎসা সহায়তাসহ সব ধরনের কাজে খনি কর্তৃপক্ষকে সহায়তা করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status