হলান্ডের জোড়া গোলে শিরোপার দ্বারপ্রান্তে ম্যানসিটি
নতুন সময় ডেস্ক
|
প্রায় ৫ বছর পর টটেনহামের মাঠে ম্যানসিটির জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) লড়ছে টটেনহাম-ম্যানচেস্টার সিটি। আশা আর উদ্বেগ নিয়ে এই ম্যাচের ফলাফলের অপেক্ষায় আর্সেনালের ফুটবলার থেকে শুরু করে কোচ, সমর্থক সবাই। কারণ এ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট হারানো মানেই লিগ শিরোপার আরও কাছে গানাররা। একটি পরিসংখ্যান আশা জাগাচ্ছিল তাদের। ২০১৯ সালে নতুন স্টেডিয়ামে যায় হটস্পাররা। এরপর থেকে ইপিএলের ম্যাচে টটেনহামকে হারাতে পারেনি সিটিজেনরা। এমনি এ মাঠে স্পার্সদের বিপক্ষে গোলও পায়নি দলটি। তবে পেপ গার্দিওলার শিষ্যদের রুখে দেওয়ার সাধ্য কার! চলতি বছর এপ্রিল থেকে জয়ের ধারায় থাকা সিটিজেনরা এ ম্যাচে জয় পায় ২-০ গোলে। এতে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপার দ্বারপ্রান্তে ম্যানসিটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন আর্লিং হলান্ড। এই জয়ে আর্সেনালকে পেছনে ফেলে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে হ্যাটট্রিক শিরোপাজয়ীরা। আগামী ১৯ নভেম্বর ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেলেই শিরোপা উৎসবে মাতবে সিটিজেনরা। হলান্ডের জোড়া গোলে শিরোপার দ্বারপ্রান্তে ম্যানসিটি ট্রেবল থেকে এক ম্যাচ দূরে কিংস পেপ গার্দিওলার দল সে ম্যাচে পয়েন্ট হারালে সুযোগ থাকবে আর্সেনালের। পরিসংখ্যান বলছে সে সুযোগ কম। কারণ লিগের ৩০ রাউন্ডের পর কোনো পয়েন্ট হারায়নি ম্যানসিটি। টটেনহামের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই গোল করেন হলান্ড। চলতি মৌসুমে এ পর্যন্ত ২৭টি গোল করেছেন নরওয়ের এই তারকা। লিগের ৩৭ রাউন্ড শেষে ৮৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি। আর এর চেয়ে দুই পয়েন্ট ৮৬ পয়েন্ট কম নিয়ে টেবিলের দ্বিতীয়তে আর্সেনাল।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |