প্রচার-প্রচারণায় জমে উঠেছে পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচন
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
|
প্রচার-প্রচারণায় জমে উঠেছে পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচন পাথরঘাটার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার, গ্রাম ও শহরের অলি-গলিসহ বিভিন্ন স্থানে জমে উঠেছে উপজেলা নির্বাচনের আমেজ। আগামী ২৯ মে দিনব্যাপী চলবে ভোটগ্রহণ। বিভিন্ন এলাকার ভোটারদের সাথে কথা বললে তারা বলেন, মাঠে প্রার্থী যতই থাকুক না কেন আমরা যোগ্য প্রার্থীকে আামাদের মূল্যবান ভোট প্রদান করবো। তারা আরও বলেন, আমরা আশাকরি নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো। এছাড়াও দলীয় প্রতীক না থাকায় প্রার্থী ও ভোটার সহ সকলের মাঝে জমে উঠেছে উৎসুক আমেজ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির (কাপ পিরিচ)। সাবেক চেয়াম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন মোল্লা (আনারস)। সাবেক কালমেঘা ইউপি চেয়ারম্যান নুর আফরোজ হেপি (মোটরসাইকেল)। সাবেক কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মোঃ সহিদ (চিংড়ি মাছ)। বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান (ঘোড়া)। জেলা পরিষদের সদস্য মোঃ এনামুল হোসাইন (দোয়াত কলম)। হেমায়েত হোসেন ভুট্টো (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে, শওকত হাসান রমিম (মাইক)। সাবেক ভাইস চেয়ারম্যান জামাল হোসেন পঞ্চায়েত (উড়োজাহাজ)। রেজাউল করিম রাজা (তালা)। নাজেস আফরোজ নয়ন (টিউবওয়েল)। জাহিদ হাসান পঞ্চায়েত (বই) প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন (কলস)। নাজমুন নাহার পাপড়ী (ফুটবল)। নিলু রানী (প্রজাপতি)। ফারজানা আক্তার মনি (হাঁস) প্রতীক পেয়েছেন। অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হালদার জানান, আসন্ন পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই-বাছাই শেষে মোট ১৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |