রাজানগর কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 May, 2024, 7:23 PM
রাজানগর কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান
চট্টগ্রামের রাঙ্গুনিয়া রাজানগর কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৪মে) সকাল ১১টায় রানীরহাট কে.বি.এম কনভেনশন হলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমিতির নির্বাচন পরিচালনা কমিটি ও অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য ইকবাল হোসেন চৌধুরী মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সমিতির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
নির্বাচন পরিচালনা কমিটি ও অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী'র সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য ইউছুপ চৌধুরী, সমিতির সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ জালাল উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত সভাপতি সম্পাদকসহ ১২জন শপথ গ্রহণ করেন। রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমিতি, রাঙ্গামাটি আসবাবপত্র সমবায় সমিতি, রাজানগর জ্বালানী কাঠ ও কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যরা নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে রবণ করে নেন।