আম পাড়তে উঠে স্কুল ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট, ৯ দিন পর মৃত্যু
মো. আরিফুল ইসলাম, সাতকানিয়া
প্রকাশ: Tuesday, 14 May, 2024, 6:54 PM
আম পাড়তে উঠে স্কুল ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট, ৯ দিন পর মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার ৯ দিন পর মো. জোবায়ের (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
গত সোমবার (১৩ মে) রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রটি মারা যান।
মো. জোবায়ের উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জনার কেঁওচিয়া মাদারবাড়ি এলাকার বাসিন্দা মোজাফফর আহমদের ছেলে এবং উপজেলার কেরানিহাট আশশেফা স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।
মৃত শিক্ষার্থীর চাচা মোবারক হোসেন সুমন বলেন, বিগত ৫ মে (রোববার) বিকালে মো. জোবায়ের একটি বাঁশ নিয়ে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালে আম পাড়তে উঠেন। এসময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে বাঁশ লেগে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হন জোবায়ের। তার (জোবায়ের) শরীরের ৪৩ ভাগ ঝলসে গিয়েছিল। দগ্ধ অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সোমবার রাতে সে মারা যান।