ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
১৯ বছরে এখন পর্যন্ত ৩২০ মিলিয়ন বার ভিডিওটি দেখা হয়েছে।
ইউটিউবের প্রথম ভিডিও আপলোড করেছিলেন এক বাংলাদেশি বংশোদ্ভূত যুবক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 May, 2024, 10:31 AM

ইউটিউবের প্রথম ভিডিও আপলোড করেছিলেন এক বাংলাদেশি বংশোদ্ভূত যুবক!

ইউটিউবের প্রথম ভিডিও আপলোড করেছিলেন এক বাংলাদেশি বংশোদ্ভূত যুবক!

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব গুগলের মালিকানাধীন হলেও এর মূল প্রতিষ্ঠাতা হলেন—জাভেদ করিম, চ্যাড হারলি এবং স্টিভ চেন। যার মধ্যে সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিম বাংলাদেশি বংশোদ্ভূত।

তিন সাবেক পেপাল কর্মচারীর হাত ধরে ২০০৫ সালের ফেব্রুয়ারিতে প্লাটফর্মটি প্রতিষ্ঠা পায়। পরে গুগল ২০০৬ সালে ১৬৫ কোটি ডলারে তাদের কাছ থেকে ইউটিউব কিনে নেয়।

দ্য আটলান্টিকের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১৪ বিলিয়ন ভিডিও  আপলোড করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন আসতে পারে এত ভিডিওর মধ্যে প্রথম ভিডিওটা কে আপলোড করেছিলেন? কী নিয়ে ছিল ভিডিওটি?

এর উত্তর খুব সহজ। ইউটিউবের সার্চ বক্সে 'ফার্স্ট ভিডিও অন ইউটিউব' লিখে সার্চ দিলেই ইউটিউবের সব থেকে পুরোনো ভিডিওটি পেয়ে যাবেন।

ভিডিওটি আপলোড করেছিলেন বাংলাদেশি ও জার্মান বংশোদ্ভূত ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিমই। শিরোনাম হলো 'মি অ্যাট দ্য জু'। ২০০৫ সালের ২৩ এপ্রিল নিজের চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করেন তিনি। ১৯ বছরে এখন পর্যন্ত ৩২০ মিলিয়ন বার ভিডিওটি দেখা হয়েছে।

এখন পর্যন্ত ৪.৬৮ মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা জাভেদের অফিশিয়াল চ্যানেলটিতে এই একটি ভিডিওই আছে।

ভিডিওটি ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো চিড়িয়াখানায় ধারণ করেছিলেন জাভেদ। ১৯ সেকেন্ডের এই ভ্লগ ভিডিওতে তাকে তার পেছনে থাকা দুটি হাতির বর্ণনা দিতে দেখা যায়।

ভিডিওতে তিনি বলেন, 'আমরা এখন হাতির সামনে দাঁড়িয়ে আছি। এখানকার হাতিগুলোর বিশেষত্ব হলো, তাদের শুঁড় অনেক লম্বা, ব্যাপারটা মজার। এটাই বলার ছিল আমার।'

ভিডিওটি এখনও প্রতিদিন দেখা হয়, অনেকেরই নানান মজার মজার কমেন্ট (মন্তব্য) আছে।

ভিডিওটির কমেন্ট বক্স ঘুরলেই, ২০২২, ২০২৩ বা ২০২৪ সালে এসেও আমি ভিডিওটি দেখছি, আমার মতো আর কারা আছেন?, এমন ধরনের কমেন্ট চোখে পড়বে আপনার।  

সান ডিয়েগো চিড়িয়াখানা কর্তৃপক্ষ লিখেছে, 'আমরা সম্মানিত যে প্রথম ইউটিউব ভিডিও এখানে চিত্রায়িত হয়েছে!' জাভেদের পিন করা কমেন্টটিতে আবার ৩.৭ মিলিয়ন লাইক পড়েছে।

বাংলাদেশি বাবা এবং জার্মান মায়ের ঘরে জন্মগ্রহণ করেন জাভেদ। পেশায় সফটওয়্যার প্রকৌশলী জাভেদ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। তার বাবা নাইমুল করিম একজন গবেষক এবং মা ক্রিস্টিন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিজ্ঞানী।

ইউটিউব বিক্রি করে দেওয়ার পর জাভেদ করিম ইউনিভার্সিটি ভেঞ্চারস (ওয়াই ভেঞ্চারস) সহ-প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি এয়ারবিএনবি এবং রেডিটের মতো স্টার্টআপগুলোর বিনিয়োগ ও পরামর্শদাতা হিসেবে কাজ করেছে।

 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status