ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
কেমন হবেন পিটার হাসের উত্তরসূরি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 May, 2024, 9:58 PM

কেমন হবেন পিটার হাসের উত্তরসূরি?

কেমন হবেন পিটার হাসের উত্তরসূরি?

মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন-বিষয়ক সাবেক পরিচালক হচ্ছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত। ডেভিড মিল বর্তমানে কর্মরত আছেন চীনে। তবে তার আমলে ঢাকা-মার্কিন পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন আসবে না বলে মনে করছেন কেউ কেউ।


প্রায় ১০ বছর আগে বাংলাদেশের মার্কিন দূতাবাসে উপ-মিশন প্রধান হিসেবে কাজ করা ডেভিড স্লেটন মিল আবারও ফিরছেন ঢাকার পুরনো কর্মস্থলে। তবে এবার দায়িত্ব নেবেন মিশন প্রধান হিসেবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে পিটার হাসের জায়গায় নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলকে মনোনয়ন দেয়ার পরপরই এ নিয়ে চলছে নানা আলোচনা।
 
নতুন রাষ্ট্রদূতকে নিয়ে প্রত্যাশা রয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদেরও।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের ভোট নিয়ে দৌড়ঝাঁপ করায় ব্যাপক আলোচিত-সমালোচিত হন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভোট শেষে পাঁচ মাসের মাথায় তাকে ফিরিয়ে নিয়ে ঢাকায় নতুন রাষ্ট্রদূত দিচ্ছে ওয়াশিংটন। বিষয়টিকে অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে।
 
তবে ভিন্নমতও রয়েছে। নতুন রাষ্ট্রদূত মনোনয়নকে খুব সোজা চোখে দেখতে রাজি নন কেউ কেউ। যদিও রাষ্ট্রদূত পরিবর্তনের সঙ্গে মার্কিন পররাষ্ট্রনীতির খুব পরিবর্তনের নজির কম বলেই মত বিশেষজ্ঞদের।
 
২০১৪ সালে ঢাকার মার্কিন দূতাবাসে উপ-মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ডেভিড মিল। একই পদে বর্তমানে চীনে কর্মরত রয়েছেন তিনি। ২০১৮ সালে মার্কিন পররাষ্ট্র দফতরের অর্থনৈতিক ও ব্যবসা বিষয়ক ব্যুরোর বাণিজ্য নীতিবিষয়ক ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি এবং তার আগে মার্কিন নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেন ডেভিড মিল।

রাষ্ট্রীয় রীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট মনোনীত ডেভিড মিলকে মুখোমুখি হতে হবে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে।
 
শুনানি শেষে যোগ্য বিবেচিত হলেই ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাবেন ডেভিড মিল। বয়ে আনবেন নতুন কোনো বার্তা, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে করবে আরও মজবুত। এমন প্রত্যাশা সবার।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status