ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৫ জুন ২০২৫ ১ আষাঢ় ১৪৩২
কুড়িগ্রামে ৫ কেজি গাঁজা ও ২মাদক কারবারিসহ ২১ জন গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 11 May, 2024, 7:37 PM

কুড়িগ্রামে ৫ কেজি গাঁজা ও ২মাদক কারবারিসহ ২১ জন গ্রেফতার

কুড়িগ্রামে ৫ কেজি গাঁজা ও ২মাদক কারবারিসহ ২১ জন গ্রেফতার

কুড়িগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ৫ কেজি গাঁজা ও ২ মাদক কারবারিসহ ২১ জন অপরাধীকে গ্রেফতার করেছে বিভিন্ন থানার পুলিশ।

এর মধ্যে কুড়িগ্রাম জেলার চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম ০৯ মে চিলমারী থানাধীন মাটিকাটা মোড়স্থ ঢাকা বাস ট্রার্মিনাল থেকে ২ জন মাদক কারবারি ফুলবাড়ী থানার চর গোরক মন্ডল (আনন্দবাজার) গ্রামের মোঃ রাজু মিয়া (৩২) এবং একই থানাধীন গোরক মন্ডল (নামাটারি) গ্রামের মোঃ মিজানুর রহমান (২৪) দ্বয়কে ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

এছাড়া জেলার বিভিন্ন থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে রাজারহাট থানায় - ০১জন, ভূরুঙ্গামারী থানায় -০১ জন মোট ০২ জন। সিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম সদর থানায়-০২ জন, রাজারহাট থানায়-০১ জন, ভুরুঙ্গামারী থানায়-০১জন মোট ০৪ জন। নিয়মিত মামলায় উলিপুর- থানায় ০১ জন, নাগেশ্বরী থানায়-০১জন ফুলবাড়ী থানায়-০৬ জন, ভুরুঙ্গামারী থানায়-০৩জন মোট ১১ জন এবং
৩৪ ধারায় কুড়িগ্রাম সদর থানায়-০১ জন, সাজা জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম সদর থানায়-০১ জন মোট
১৯ জনসহ সর্ব মোট ২১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে কুড়িগ্রামের চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ। তিনি কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ বিষয়টি সকলকে অবহিত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status