ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩ ফাল্গুন ১৪৩১
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জাবের বিন রহমান আরজু, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 11 May, 2024, 6:54 PM

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাজিব হোসেনের উপর হামলার প্রতিবাদে স্থানীয় সচেতন এলাকাবাসীর উদ্যোগে

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১১ মে শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এডভোকেট তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও শাহিন রেজার সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি বখতিয়ার উদ্দিন খান, ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কান্তা ইসলাম মিনু, চট্টগ্রাম মহানগর আওয়ামী মটর চালক লীগ সহ-সভাপতি মাজারুল হক চৌধুরী মিরু, জাতীয়  শ্রমিক লীগ বায়েজিদ থানা সভাপতি দিদারুল আলম, চট্টগ্রাম মিনি ট্র্যাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা,
সংগঠক মোঃ বাবলু জালালাবাদী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন "মানুষ পুলিশ-পুলিশই মানুষ",  পুলিশ জনগণের বন্ধু সেই জায়গায় পুলিশের নাম ভাঙ্গিয়ে একজন চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ থানার সোর্স ক্যাশিয়ার নাম ব্যবহার করে কিভাবে মানুষকে হয়রানি করতে পারে। একজন মানবিক সংগঠক ব্যবসায়ীকে যদি এভাবে থানার নাম ভাঙ্গিয়ে হয়রানি করে তাহলে এলাকার নিরিহ বাকি সাধারণ মানুষরা কোথায় নিরাপত্তা পাবে। অনতিবিলম্বে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন এই বিষয়ে কোন ব্যবস্থা না নিলে আগামীতে এলাকাবাসী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status