হত্যার ২ দিন পর দুই বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 11 May, 2024, 10:29 AM
হত্যার ২ দিন পর দুই বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
পঞ্চগড়ের তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হওয়া দুই যুবকের মরদেহ ফেরত পেয়েছেন স্বজনরা। শুক্রবার (১০ মে) সন্ধ্যার দিকে বাংলাবান্ধা-ফুলবাড়ি আইসিপি পয়েন্টে বাংলাদেশের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে মরদেহ দুটি হস্তান্তর করেন ভারতের ফাঁসিদেয়া থানা পুলিশ। ওই সময় পুলিশ, বিজিবি ও বিএসএফের কর্মকর্তাসহ নিহত দুইজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
হস্তান্তর হওয়া মৃত দুই যুবক হলেন, তেঁতুলিয়া উপজেলার মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে আব্দুল জলিল (২৪) ও একই উপজেলার তিরনইহাট ইউনিয়নের ব্রহ্মতুল এলাকার কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বলেন, ভারতীয় বিএসএফ শুক্রবার সন্ধ্যার আগে বাংলাবান্ধা-ফুলবাড়ি আইসিপি পয়েন্টে আমাদের পুলিশের কাছে গুলিতে নিহত হওয়া দুই যুবকের মরদেহ হস্তান্তর করেছে। যেহেতু মরদেহ দুটি ভারতে ময়নাতদন্ত হয়েছে, তাই আমরা ময়নাতদন্ত ছাড়াই দুই পরিবারের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছি।
এর আগে গত ৭ মে রাতে ওই যুবকরা তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে গেলে বিএসএফের ১৭৬ ব্যাটালিয়নের ফকিরপাড়া ক্যাম্পের টহলরত সদস্যদের গুলিতে ওই দুই যুবক মারা যায়। পরে বিএসএফ মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিএসএফের সঙ্গে দুইজনের মরদেহ শনাক্তসহ ফেরত পেতে পতাকা বৈঠক করে। এর ২ দিন পর মরদেহ ফেরত দেয় বিএসএফ।