তিন দফার ভোটের পর কতটা চাপে মোদি?
নতুন সময় ডেস্ক
|
ভারতের চলমান লোকসভা নির্বাচনে সাত দফার মধ্যে তিন দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। ৭ মে তৃতীয় দফার ভোটগ্রহণের পরই হিসাব মিলানো শুরু করেছে প্রধান রাজনৈতিক দলগুলো। ভারতের স্থানীয় গণমাধ্যম ও টেলিভিশনগুলোর বিভিন্ন টকশোতে দাবি কো হচ্ছে, তিন দফার ভোটে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা এনডিএ জোট খুব একটা সুবিধানজনক অবস্তানে নেই। বিভিন্ন মহল থেকে এমনটাও বলা হচ্ছে যে, ধর্মীয় মেরুকরণ, ব্যাপক নির্বাচনী প্রতিশ্রুতি সত্ত্বেও সেগুলোর বাস্তবায়ন না করা বা করতে না পারা এবং সর্বোপরি শিল্পপতি ও বড় বড় ব্যবসায়ীদের সাথে মোদির ঘনিষ্ঠতায় বিজেপির ভোটবাক্সে টান পড়েছে। প্রথম দু-দফায় ১৯০ আসনের মধ্যে বিজেপির বিদায়ী সংসদ সদস্যদের আসন ছিল ৯৭টি। আর তৃতীয় দফার ৯৩ আসনের মধ্যে সিংহভাগ আসনই বিজেপির জেতা আসন। তিন দফায় ২৮৩ আসনের মধ্যে আগের জেতা আসনগুলো ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছে দেশটির গণমাধ্যমের একটি বড় অংশ। তাদের দাবি, হিন্দু-মুসলিম ইস্যু তুলে ধর্মীয় বিভাজন ছাড়াও মোদি সরকারের সাথে আদানি-আম্বানিদের সাথে অতি ঘনিষ্টতাকে সাধারণ ভোটাররাও নেতিবাচকভাবে দেখছেন। সে কারণেই তিন দফায় গড় ভোট ৬২ শতাংশ ছাড়ায়নি। যেখানে, ২০১৯ সালেও তিন দফার গড় ভোট ছিল প্রায় ৬৭ শতাংশ। তবে সংখ্যালঘু অধ্যুষিত রাজ্যগুলোর লোকসভার আসনগুলোতে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। আসামের ধুবড়ীতে ভোট পড়েছে ৮৫ শতাংশ। আসনটিতে যেখানে প্রায় ৩৫ শতাংশ মুসলিম ভোট সেখানে ৭৫ শতাংশ ভোট পড়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, জঙ্গীপুর, উত্তর ও দক্ষিণ মালদা মিলিয়ে ভোট পড়েছে ৭৫ শতাংশের বেশি। এই আসনগুলোর প্রত্যেকটি আসনেই সংখ্যালঘুরা ভোটের ফলাফল নির্ধারণ করেন। একইভাবে দ্বিতীয় দফার ভোটে কেরালায় মোট ভোটের ৪৫ শতাংশই মুসলিম-খৃষ্টান সম্প্রদায়ের। রাজ্যটিতে ভোট পড়েছে ৭২ শতাংশ। এখানে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের ফল ভালো হওয়ার সম্ভাবনাই প্রবল। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর টকশোতে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধেই সমালোচনা বেশি শোনা যাচ্ছে। তবে ইন্ডিয়া জোটের ঐক্য না হওয়া নিয়েও বেশ সমালোচনার মুখে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলো। অনেকেই বলছেন, ভোট সামনে রেখে বিজেপি রাম মন্দির ইস্যুতে যেমন গুরুত্ব দিয়েছে সেভাবে দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করতে পারেনি। টানা দশ বছরের শাসনকালেও বিভিন্ন রাজ্যে সামগ্রিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণের ইতিবাচক সাফল্য নেই মোদি সরকারের। এছাড়া কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-ইডি দিয়ে বিরোধী দলগুলোর নেতা-নেত্রীদের গ্রেফতার ইস্যুটিও অনেকে প্রতিহিংসামূলক আচরণ হিসেবে দেখছেন। তবে বিজেপি নেতৃত্ব মনে করছে, তিন দফায় ২৮৩ আসনের মধ্যে বিজেপি খুব ভালো সংখ্যক আসনই পাবে। তিন দফায় ভোটই দলের ৪০০ আসনের যে লক্ষ্য সেটা পূরণে বড় ভূমিকা পালন করবে বলেও দাবি করছেন বিজেপির নেতারা। ভোট বিশ্লেষকরা মনে করছেন, প্রথম ও দ্বিতীয় দফায় ভোটাররা তেমন সাড়া দেননি। তৃতীয় দফায়ও তারা সাড়া দেবেন বলে আগেই অনুমান করেছিলেন খোদ নরেন্দ্র মোদি। প্রথম দু-দফার ভোটে সার্বিকভাবে উপস্থিতি ২০১৯ সালের চেয়েও কম। আর সে কারণেই মুখে না বললেও বিজেপির অন্দরমহলেও চাপ বাড়ছে। প্রথম তিন দফায় বিজেপির চেয়ে কিছুটা হলেও কংগ্রস এককভাবে সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: লোকসভা নির্বাচন /মোদি কি ৪০০ আসন জিততে পারবেন? ২০১৯ সালে বিজেপি এককভাবে ৩০৩ আসন জিতে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে। এবার দলটির টার্গেট ৪০০ আসন। গতবার কংগ্রেস পেয়েছিল মাত্র ৫২টি আসন। এবার তা কয়েকগুণ হতে পারে মনে করছেন বিশ্লেষকরা। যদিও সমীক্ষা বলছে, বিজেপির আসন কমলেও তৃতীয়বারের মতোই ক্ষমতায় বসতে চলেছেন নরেন্দ্র মোদিই। তবে শেষ কথা জানা যাবে ৪ জুন। সেদিনই ৫৪৩ লোকসভা আসনের ভোটের ফল প্রকাশ করবে দেশটির নির্বাচন কমিশন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |