ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 10 May, 2024, 4:09 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ফুটওভার ব্রিজে লাগানো সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ‘সড়ক নির্দেশিকায়’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নামের বানানে ভুল দেখা গেছে। ওই নির্দেশিকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

বৃহস্পতিবার (০৯ মে) বিকালে সরেজমিনে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার পুরাতন ফুটওভার ব্রিজের ওপরে লাগানো নির্দেশিকায় দেখা গেছে, ইংরেজিতে ‘Dhaka univercity’ লেখা হয়েছে। অথচ লেখার কথা ছিল ‘Dhaka University’।


ভুল বানানের ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাশাপাশি এই কাজের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের সমালোচনা করেছেন তারা।


নূরে আলম সিদ্দিকী নামে একজন ভুল বানান সংবলিত নির্দেশিকার ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘যোগ্যরা অযোগ্য স্থানে, আর অযোগ্যরা যোগ্য স্থানে থাকার কারণে এমনটি হয়েছে।’

এ নিয়ে সাভার পৌর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘সওজের কর্মকর্তাদের উচিত ছিল ওই নির্দেশিকা লাগানোর আগে ভালোভাবে বানানগুলো দেখে দেওয়ার। তাদের দায়িত্বে অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল হয়েছে। গত কয়েক মাস ধরে এই ভুল নির্দেশিকা আমরা দেখছি।’

এটি খুবই দুঃখজনক উল্লেখ করে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইমরুল হাসান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লেখা আসলেই দুঃখজনক। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সড়কের যেকোনো স্থানে নির্দেশিকা লাগানোর আগে গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার নামের বানান ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখে তারপর টানানো উচিত সওজের। তবে ভুল করা মানুষের স্বভাবজাত বিষয়। ভুল হলে সঙ্গে সঙ্গে তা সংশোধন করা উচিত ছিল। যারা এসব নির্দেশিকা লাগানোর সঙ্গে সংশ্লিষ্ট তাদের আরও সতর্ক হওয়া উচিত। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এটি সংশোধনের উদ্যোগ নেবেন দায়িত্বশীলরা।’

বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জামিল হোসাইন বলেন, ‘প্রিন্টিং ভুলের কারণে এমন হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। বানান ঠিক করে ওই স্থানের জন্য নতুন সড়ক নির্দেশিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারের মধ্যে নতুন নির্দেশিকা ওখানে লাগানো হবে।’

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status