ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ অক্টোবর ২০২৪ ২০ আশ্বিন ১৪৩১
যে কারণে দেশে ফিরিয়ে আনা হয়েছে মোস্তাফিজকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 9 May, 2024, 9:34 PM

যে কারণে দেশে ফিরিয়ে আনা হয়েছে মোস্তাফিজকে

যে কারণে দেশে ফিরিয়ে আনা হয়েছে মোস্তাফিজকে

আইপিএল খেলে দেশে ফিরে কি করবেন? আগে কয়েকদিন বিশ্রাম নিয়ে নেবেন, নাকি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে ক’দিন বিশ্রাম নিয়ে ১৫-১৬ মে যুক্তরাষ্ট্রের পথে জাতীয় দলের সাথে আকাশে উড়বেন?

দেশে ফেরার আগেই মোস্তাফিজকে এ দুটি অপশন দেয়া হয়েছিল। নির্বাচক আব্দুর রাজ্জাক গতকাল বুধবারই জানিয়েছেন, মোস্তাফিজ প্রথম অপশনটি বেছে নিয়েছেন। দেশে ফিরে ৭-৮ দিন বিশ্রাম নেয়ার পাশাপাশি পরিবারের সাথে সময় কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলাকেই উত্তম মনে করেছেন কাটার মাস্টার।


সবার জানা, এবারের আইপিএলে বেশ দারুন বোলিং করেছেন মোস্তাফিজ। ১৪টি উইকেটও দখল করেছেন। তার সহযোগীরা, বিশেষ করে পেস বোলিং পার্টনাররা মোস্তাফিজের আইপিএলের বোলিংটাকে কিভাবে দেখছেন, কেমন মূল্যায়ন করছেন? তা জানতে ভক্ত ও সমর্থকদের আগ্রহর কমতি নেই।

মোস্তাফিজের সিনিয়র পার্টনার তাসকিন মনে করেন, এবারের আইপিএলে মোস্তাফিজ বেশ ভাল বোলিং করেছেন। কাটার মাস্টার সম্পর্কে কথা বলতে গিয়ে তাসকিন বলে ওঠেন, ‘আল্লাহর রহমতে এবারের আইপিএলে খুব ভালো করছে মোস্তাফিজ।’


তাসকিন যুক্ত করেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগে মোস্তাফিজ যেন দলের পরিকল্পনা ও সংস্কৃতিটা আরেকটু ভালোভাবে জেনে যেতে পারে। সঙ্গে কয়েকটা দিন বিশ্রাম নেওয়ার সুযোগও যেন পেতে পারে।’

তাসকিন বলেন, ‘কারণ মোস্তাফিজ আমাদের অন্যতম সেরা বোলার। অবশ্যই ও একটা ভালো আইপিএল কাটিয়েছে, যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে ওর। ইনশাআল্লাহ যদি ফ্রেশ থাকি, ফিট থাকি, ভালো কিছুই হবে।’

শুধু মোস্তাফিজের ওপরই সন্তুষ্ট নন তাসকিন। দেশের ফাস্ট বোলারদের নিয়েও যথেষ্ঠ আশাবাদী তিনি। তার মূল্যায়ন, ‘প্রক্রিয়াটি অনেক ভালো হয়েছে, সবাই আগের চেয়ে বেশি সিরিয়াস হয়েছে। লাইফস্টাইল কেমন হওয়া উচিৎ, নিজেকে কিভাবে মেইনটেইন করবো, সবাই আস্তে আস্তে জানতে পারছি। তো এই বিষয়গুলা সবাইকে হেল্প করতেসে ভালো করতে। আমার বিশ্বাস এ ধারাবাহিকতা থেকে সামনে আরও ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status