চৌগাছায় কৃষকের চার গরু ,স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল চুরি!
মাহমুদূর রহমান, চৌগাছা
প্রকাশ: Thursday, 9 May, 2024, 8:44 PM
চৌগাছায় কৃষকের চার গরু ,স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল চুরি!
যশোরের চৌগাছায় নতুন গোয়াল ঘরে গরু রাখার প্রথম রাতেই কৃষকের চার গরু চুরি হয়েছে। দরিদ্র পরিবারে চলছে শোকের মাতম। বুধবার রাতে চৌগাছা পৌরসভার হুদোপাড়ার মহিউদ্দিনের ছেলে বিপুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিপুল হোসেন জানান, দীর্ঘ দিন যাবৎ তিনি বাড়ির একটি কাঁচা গোয়াল ঘরে গরু পালন করে আসছেন। সম্প্রতি তিনি অনেক কষ্ট করে একটি পাকা গোয়াল ঘর নির্মাণ করেছেন। বুধবার সন্ধ্যায় তিনি সর্বপ্রথম নতুন গোয়াল ঘরে তার একটি গাভী ও একটি বছুর, একটি উন্নত জাতের বকনা ও একটি এঁড়ে গরু তোলেন। তিনি বলেন রাত একটার দিকে গরুগুলোকে খাবার দিয়ে তিনি ঘুমাতে যান। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেন গোয়ালে একটাও গরু নেই। অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোন সন্ধান পাননি। বিপুল হোসেন বলেন, আমি এখন পথের ফকির হয়ে গেছি। তিনি বলেন গরুগুলোর আনুমানিক মুল্য কমপক্ষে পাঁচ লাখ টাকা।
এদিকে উপজেলার পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর, দশপাখিয়া ও পাশাপোল গ্রামের কয়েকটি বাড়িতে গভীর রাতে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে এলাকার মানুষ চরম ভাবে চোরের আতঙ্কে রয়েছে। ইতোমধ্যে থানায় তিনটি চুরি সংক্রান্ত জিডি হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরদের আটকের ব্যাপারে জোর তৎপরতা চলছে।