নোয়াখালীতে শিশুকে ধর্ষণের চেষ্টা লম্পট আলীর শাস্তির দাবিতে মানববন্ধন
আজিজ আহমেদ,নোয়াখালী
প্রকাশ: Thursday, 9 May, 2024, 7:31 PM
নোয়াখালীতে শিশুকে ধর্ষণের চেষ্টা লম্পট আলীর শাস্তির দাবিতে মানববন্ধন
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নে ৮ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা কারী আলীর বিচার, ফাঁসি ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী-লক্ষীপুর হাইওয়ে সড়কে চন্দ্রগন্জ বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বলা হয়, শিশু ধর্ষনের চেষ্টা কারি সমাজ ও দেশের শত্রু। ধর্ষকের কোন পরিচয় নেই। তারা সমাজের কলঙ্ক। আমরা এর সুষ্ঠু বিচার, শাস্তি ও ফাঁসি চাই। উক্ত মানববন্ধনে সচেতন মহল, এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থী সহ অনেকেই অংশগ্রহণ করেন।
এই ব্যাপারে শাহিন আক্তার বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করার পর আলি হোসেনকে আটক করে। এই বিষয়ে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার ধর্ষককে দৃষ্টান্ত বিচারের জন্য প্রসাশনের কাছে জোর দাবি জানান।