তেতুঁলিয়ায় সীমান্ত হত্যার প্রতিবাদে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে বিএনপির সংবাদ সম্মেলন!
নতুন সময় প্রতিনিধি
|
তেতুঁলিয়ায় সীমান্ত হত্যার প্রতিবাদে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে বিএনপির সংবাদ সম্মেলন! এসময় তিনি আরও বলেন বিএনপি ভোটাধিকার ও গণতন্ত্র পুন প্রতিষ্ঠান জন্য বৃহত্তর একটি স্বার্থ নিয়ে আন্দোলন করছে। বর্তমান ডামী সরকারের অধীনে যারা দলীয় নির্দেশনা না মেনে নির্বাচন করছে, তারা দল ও নির্বাচনে জয় দুটোই হারাবে। এই ডামী সরকারের অধীনে সুষ্ঠু ভোট হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ প্রধান, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান প্রমুখ উপস্থিত ছিলেন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |