নাটোরের লালপুরে প্রতিবন্ধী শিশুর রহস্য জনক মৃত্যু
ওমর ফারুক খান,লালপুর
|
নাটোরের লালপুরে প্রতিবন্ধী শিশুর রহস্য জনক মৃত্যু নাটোরের লালপুরে অহনা নামের (৬) বছরের প্রতিবন্ধী শিশুর রহস্য জনক ভাবে মৃত্যু হয়েছে । অহনা কদিমচিলান ইউনিয়নের কদিমচিলান গ্রামের অন্তর আলীর মেয়ে। এলাকা বাসি ও পুলিশ সূত্রে জানা যায়। প্রায় দুই মাস আগে মেয়ের মা আবেদা সুলতানা মৌসুমীকে কদিমচিলান ইউনিয়নের চেয়ারম্যানে আনসারুলের ইসলামের উপস্থীতে শালিশের মাধ্যেমে তালাক হয়, তার পর থেকে অহনা কদিমচিলান গ্রামের অন্তর আলীর বাবার বাড়িতে থাকতো সে খানেই আজ সকাল ছয়টাই দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর ব্যাপারে অহনার মায়ের অভিযোগ আমার মেয়ে অহনাকে অবহেলায় ও ঘুমের ঔষধ খাওয়াইয়ে মেরে ফেলেছে তারা। মেয়ে অহনার বাবা অন্তর আলী বলেন এগুলো অভিযোগ ভিত্তি হীন ও উদ্দেশ্য প্রনোদিত। এ ব্যাপারে লালপুর থানার ওসি নাসিম আহাম্মদে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ময়নাতদন্তের জন্যে লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে থানায় একাটি লিখিত অভিযোগ পেয়েছি, পোস্ট মডেম রির্পোট পেলে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |