ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ মার্চ ২০২৫ ৪ চৈত্র ১৪৩১
বিদেশ যেতে পারবেন না পি কে হালদারের সহযোগী বাসুদেব ও তার স্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 9 May, 2024, 2:53 PM

বিদেশ যেতে পারবেন না পি কে হালদারের সহযোগী বাসুদেব ও তার স্ত্রী

বিদেশ যেতে পারবেন না পি কে হালদারের সহযোগী বাসুদেব ও তার স্ত্রী

৭৫০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের মামলায় পি কে হালদারের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জির জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়েছে। তবে তারা অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সুজন ও আইনজীবী জুলহাস উদ্দিন আহমেদ। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ও আসিফ হোসেন, রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ৭৫০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় পি কে হালদারের সহযোগী ইন্টারন্যাশাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক বাসুদেব ব্যানার্জী ও তার স্ত্রী পরিচালক পাপিয়া ব্যানার্জির পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না তারা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status