বিদেশ যেতে পারবেন না পি কে হালদারের সহযোগী বাসুদেব ও তার স্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিদেশ যেতে পারবেন না পি কে হালদারের সহযোগী বাসুদেব ও তার স্ত্রী বৃহস্পতিবার এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সুজন ও আইনজীবী জুলহাস উদ্দিন আহমেদ। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ও আসিফ হোসেন, রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ৭৫০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় পি কে হালদারের সহযোগী ইন্টারন্যাশাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক বাসুদেব ব্যানার্জী ও তার স্ত্রী পরিচালক পাপিয়া ব্যানার্জির পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না তারা। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |