ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
সমালোচনার মাঝেই হীরামাণ্ডির রেকর্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 9 May, 2024, 2:38 PM
সর্বশেষ আপডেট: Thursday, 9 May, 2024, 4:18 PM

সমালোচনার মাঝেই হীরামাণ্ডির রেকর্ড

সমালোচনার মাঝেই হীরামাণ্ডির রেকর্ড

সঞ্জয় লীলা বানশালির ‘হীরামাণ্ডি’ নিয়ে চর্চার অন্ত নেই। বিতর্কও তৈরি হয়েছে সিরিজের কাস্টিং ও প্রেক্ষাপট নিয়ে। এটি নির্মাণের ক্ষেত্রে ঠিকঠাক গবেষণা করা হয়নি এমনটাই অভিযোগ পরিচালকের বিরুদ্ধে।

দাবি করা হচ্ছে, ঐতিহাসিক তথ্যে ভুল করেছেন বানশালি। কাস্টিংয়ের ক্ষেত্রেও স্বজনপোষণের অভিযোগ তুলেছেন। এমনকি সিরিজের সংলাপে ব্যবহৃত উর্দু নিয়েও আপত্তি দর্শকের একাংশ। কিন্তু এত বিতর্ক সত্ত্বেও ওটিটির ময়দানে ‘হীরামাণ্ডি’র রথ কিন্তু অপ্রতিরোধ্য। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই নয়া রেকর্ড গড়ে ফেলল গোটা বিশ্বে।

বিশ্বে এখন পর্যন্ত সবথেকে বেশিসংখ্যক দর্শক টানা ভারতীয় সিরিজের খেতাব পেয়েছে সিরিজটি। ৪৩টি দেশের নীরিখে সেরা দশে নাম তুলে ফেলেছে এটি। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেবাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। ইনস্টা পোস্টে জানান, সঞ্জয় লীলা বানশালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামাণ্ডি’ এ যাবতকালের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বব্যাপী সবথেকে বেশি দেখা ভারতীয় সিরিজের শীর্ষস্থান অধিকার করেছে।

গত পয়লা মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘হীরামাণ্ডি’। সঞ্জয় লীলার বানশালির ১৮ বছরের স্বপ্ন তিল তিল করে নিজে হাতে গড়ে তুলেছেন সিরিজটিকে। কোনোরকম কসরত বাকি রাখেননি।

এই সিরিজে কোটি কোটি টাকার শুধু গয়নাই ব্যবহৃত হয়েছে। মোট ৩০০ কেজিরও বেশি গয়না ছিল। যা দুর্মূল্য মুক্তা, পান্না, হিরা দিয়ে তৈরি। সেটও চোখধাঁধানো।

বিগ বাজেটের এই সিরিজ ঘিরে সমালোচনা হলেও এই রেকর্ডের মাধ্যমে মোক্ষম জবাব দিয়েছেন বানশালি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status