"সুস্থ শ্রমিক,শোভন কর্মপরিবেশ, গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ " বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস অনুষ্ঠানে পাকিজা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পাকিজা নীট কম্পোজিট লিমিটেড সহ দেশের বিভিন্ন শিল্প সেক্টরের কারখানা/প্রতিষ্ঠান সমূহ কে গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়।
জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডঃ শিরিন শারমিন চৌধুরী এই অ্যাওয়ার্ড প্রদান করেন।
পাকিজা নীট কম্পোজিট লিমিটেড এর পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন পাকিজা গ্রুপের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম খান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিবুল ইসলাম খান।