কুড়িগ্রামের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে বেসরকারী ফলাফলে চিলমারী উপজেলায় অধ্যাপক মো. রুকুনুজ্জামান শাহীন (আনারস), রৌমারী উপজেলায় মো. শহিদুল ইসলাম শালু( কাপ- পিরিচ) এবং রাজীবপুর উপজেলায় মো. সফিউল আলম (আনারস) উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |