ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ মার্চ ২০২৫ ৪ চৈত্র ১৪৩১
গাজীপুরে ছিনতাইকালে কলেজছাত্র হত্যায় দুই অভিযুক্ত গ্রেপ্তার
ফাহিম ফরহাদ,গাজীপুর
প্রকাশ: Thursday, 9 May, 2024, 12:42 PM

গাজীপুরে ছিনতাইকালে কলেজছাত্র হত্যায় দুই অভিযুক্ত গ্রেপ্তার

গাজীপুরে ছিনতাইকালে কলেজছাত্র হত্যায় দুই অভিযুক্ত গ্রেপ্তার

গাজীপুরে কলেজছাত্র হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় ছিনতাইকালীন অস্ত্রাঘাতে মালমাল ছিনিয়ে নেয় ওই দুই ছিনতাইকারি। পরে চিকিৎসাধীন মারা যায় কলেজ ছাত্র। নিহত কলেজছাত্র আল আমিন (১৯)। সে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকার আক্তার আলীর ছেলে।

নিহত ছাত্র স্থানীয় চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। গ্রেপ্তাকৃতরা হলো গাজীপুর সিটি করপোরেশনের যোগীতলা এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. সুমন (২০) অপরজন চান্দনা পূর্ব পাড়া এলাকার শ্যামল চৌধুরীর ছেলে অংকন চৌধুরী ওরফে শিখর (১৮)।

বুধবার (৮ মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে  বলেন, গ্রেপ্তাররা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলো। হত্যার দায় স্বীকার করে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তার উভয় অভিযুক্তকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে গাজীপুরের যোগীতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গত শনিবার আল আমিন তার ছোট এক ভাই-সহ চারজনকে নিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বেড়াতে যায়। ওই সময় ৪-৫জন ছিনতাইকারী প্রথমে তাদের নাম পরিচয় জানতে চায়। এরপর তার সঙ্গে যা আছে, তাদের দিয়ে দিতে বলে। একপর্যায়ে আল আমিনের কাছে থাকা একটি মোবাইল ফোন ও সাথে থাকা ডিএসএলআর ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা করে তারা। এ সময় আল আমিন তাদের বাঁধা দিলে তার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা।

পরে আল আমিনের খালাতো ভাই শাকিল আহমেদের মোবাইল (বেনকো বাটন) ফোনও ছিনিয়ে নিয়ে তারা ধান গবেষণা ইনস্টিটিউটের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায়। পরে আহত আল আমিনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর আল আমিন মারা যায়। পরে নিহতের পিতার দায়ের করা মামলায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের বাসন থানা এলাকার যোগীতলা এলাকায় অভিযান চালিয়ে সুমন ও অংকন চৌধুরী নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্র চাকু উদ্ধার করে জব্দ করে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status